করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশী রোগীদের চিকিৎসায় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর

304

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশী রোগীদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর সরকার।
আজ সকালে এক ফোনালাপে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডা.ভিভিয়ান বালাকৃষ্ণান করোনাভাইরাস আক্রান্ত প্রবাসী বাংলাদেশীদের পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে এ কথা জানান।
তিনি জানান,সিঙ্গাপুরে ৫ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক;তাকে ১৩ দিন যাবত আইসিইউতে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি পূর্ব থেকে নিউমোনিয়া ও কিডনি সমস্যায় ভুগছেন।
এছাড়া অন্যান্য বাংলাদেশী প্রবাসীরা যাতে এই ভাইরাসে আক্রান্ত না হয়, সে বিষয়ে সিঙ্গাপুর সরকার অত্যন্ত সচেতন বলেও জানান তিনি।
ড. মোমেন এ সময় সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা ও উদ্যোগের বিষয়ে বাংলাদেশের আস্থা আছে বলে ডা.ভিভিয়ানকে জানান।