বাসস দেশ-১৬ : নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

135

বাসস দেশ-১৬
ইউজিসি-সাক্ষাৎ
নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ভিম প্রসাদ সুবেদি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ’র সাথে সাক্ষাৎ করেছেন।
আজ তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম,প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন,প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান ভিম প্রসাদ সুবেদিকে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইতিহাস ও এদেশের উচ্চশিক্ষা সম্পর্কে অবহিত করেন।এছাড়া দুই দেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে বাংলাদেশ এবং নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
উচ্চশিক্ষা ক্ষেত্রে নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকা-,সরকারের সাথে সম্পর্ক, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ভিম প্রসাদ সুবেদি তার অভিজ্ঞতা বিনিময় করেন।
বাসস/সবি/এসএস/১৯১৩/কেকে