বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল, ২০২০ এর রিপোর্ট চূড়ান্ত

181

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য “বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল, ২০২০ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিলের ওপর আলোচনা শেষে রিপোর্ট চ‚ড়ান্ত বরা হয়।
কমিটির সদস্য মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ এবং হাবিবা রহমান খান সভায় অংশগ্রহণ করেন।
সভাপতির বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভায় যোগদান করেন।
সভায় ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীÿাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত “বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল, ২০২০ এ কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিøষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।