বাসস দেশ-৪ : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় এক আসামির জামিন

132

বাসস দেশ-৪
ট্রাইব্যুনাল-আদেশ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় এক আসামির জামিন
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ( বাসস): মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক আসামি মৌলভী নুরুল ইসলামকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন।
আসামীপক্ষে জামিন আবেদন বিষয়ে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। অপরদিকে প্রসিকিউটর ছিলেন রিজিয়া সুলাতানা চমন।
আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জানান, আসামি মৌলভী নুরুল ইসলাম দীর্ঘদিন যাবত ব্রেইনস্টোক জনিত কারণে প্যারালাইসড হয়ে গেছেন। এ কারণে জেল খানায় রেখে এ আসামীর চিকিৎসা সম্ভব নয়। তার পক্ষে জামিন আবেদন করেছিলাম। শুনানি শেষে তার চিকিৎসার স্বার্থে আইনজীবী ও আসামির ভাইয়ের জিম্মায় জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময়ে তিনি নিজ গ্রামের বাড়ীতে থাকতে পারবেন।
মামলার বিবরণে জানা যায়, এ মামলায় আসামির সংখ্যা ছিল ১৯ জন। তদন্ত চলাকালীন সময়ে দুজন আসামী মারা যান। এর মধ্যে তদন্ত সংস্থার পক্ষ থেকে ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। এসব আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের ১৩ ঘটনায় ১২টি অভিযোগ আনা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৩০৫/কেজিএ