বাসস বিদেশ-৯ : পাকিস্তানের করাচিতে রহস্যময় বিষাক্ত গ্যাস নিঃসরণে মৃতের সংখ্যা বেড়ে ৮

181

বাসস বিদেশ-৯
পাকিস্তান-গ্যাস লিকেজ
পাকিস্তানের করাচিতে রহস্যময় বিষাক্ত গ্যাস নিঃসরণে মৃতের সংখ্যা বেড়ে ৮
ইসলামাবাদ, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে রোববার অজানা বিষাক্ত গ্যাস নিঃসরণে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে । দেশটি স্থানীয় গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা আজ মঙ্গলবার সকালে একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, প্রাদেশিক রাজধানী করাচিতে মৃতের সংখ্যা বাড়ছে এবং গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এ ধরনের এখনও একশ’ জন চিকিৎসাধীন রয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ আহতদের দেখতে হাসপাতালগুলো পরিদর্শন করেন ও হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের প্রতি আহবান জানান।
হাসপাতালগুলোর কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, বিষাক্ত গ্যাস সমস্যায় সাড়ে তিন শতাধিক আক্রান্তকে হাসপাতালে আনা হয়েছে। তারমধ্যে ২৫০ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
বাসস/সিনহুয়া/অনু-এএএ/১৯৩০/কেএমকে