করোনাভাইরাসে উহানের এক হাসপাতালের পরিচালকের মৃত্যু

198

বেইজিং, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র উহানের এক হাসপাতালের পরিচালক মঙ্গলবার মারা গেছেন। দেশব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে এটি ছিল হাসপাতাল কর্মীর সর্বশেষ মৃত্যুর ঘটনা। খবর এএফপির।
চীনে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে ৭২ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে এবং এক হাজার ৯শ’ জন মারা গেছে। গত বছরের শেষের দিকে উহান থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে বলা হয়, উহানের উচাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং মঙ্গলবার সকালে মারা যান। এরআগে তাকে বাঁচানোর জোর প্রচেষ্টা চালানো হয়।
এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত এক হাজার ৭১৬ জন হাসপাতাল কর্মীর মধ্যে আরো কমপক্ষে ছয় জন মারা গেছে।