প্রথমবারের মতো সুদানের আকাশসীমায় ইসরাইলি বিমান

304

জেরুজালেম, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : ইসরাইলের একটি বিমান এই প্রথমবারের মতো সুদানের আকাশসীমা দিয়ে উড়ে গেছে।
একে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শত্রু রাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্কের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেন। খবর এএফপি’র।
ইসরাইল সুদানের সাথে কৌশলগত যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসন চলাকালে দেশটি আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দেয়ায় ইসরাইলের কৌশলগত এ অবস্থান।
সুদানে সরকার বিরোধী কয়েক মাসের গণ আন্দোলনের পর গত মাসে সেনাবাহিনীর পদক্ষেপে বশির ক্ষমতাচ্যুত হন।
বিস্তারিত উল্লেখ না করে রোববার সন্ধ্যায় জেরুজালেমে আমেরিকান ইহুদি নেতাদের নেতানিয়াহু বলেন, ‘এই প্রথম গতকাল ইসরাইলি বিমান সুদানের আকাশ অতিক্রম করেছে। এটি এক ধরণের পরিবর্তন।’
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দু’সপ্তাহ আগে সুদানের নেতা আব্দেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সাক্ষাত করেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে ।
এদিকে সুদানের সরকারি মুখপাত্র পরে বলেন, বুরহান সম্পর্ক স্বাভাবিক করার বা কূটনৈতিক সম্পর্ক গড়ার কোন প্রতিশ্রুতি দেননি।