সিলেট অঞ্চলে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

242

সিলেট, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): সিলেট অঞ্চলে চলতি মৌসুমে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এবার এ অঞ্চলের জেলাগুলোতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৭ হাজার মেট্রিক টন বেশি চাল উৎপাদন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। চলতি ২০১৯-২০ মৌসুমে সিলেট বিভাগে তিনলাখ ৩৭ হাজার ৮৫৬ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০লাখ ৫০ হাজার ৭৩ মেট্রিক টন।কিন্তু অনুকূল পরিবেশ, কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও কৃষকদের প্রচেষ্টায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১০ লাখ ৭৭ হাজার ১১৬ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে।
সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মজুমদার মো. ইলিয়াস বলেন, এবছর রোপা আমনের ফলন ভাল হয়েছে। যথাসময়ে বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল উৎপাদন সম্ভব হয়েছে।
তিনি জানান, সিলেট জেলায় দুইলাখ ৫৬ হাজার ৮১০ মেট্রিক টন, মৌলভীবাজার জেলায় দুইলাখ ৮৬ হাজার ৫০২ মেট্রিক টন, হবিগঞ্জে দুইলাখ ১৮ হাজার ৭০২ মেট্রিক টন এবং সুনামগঞ্জ জেলায় দুইলাখ ১৫ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে।