বাজিস-৪ : ভোলায় আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু ২২ ফেব্রুয়ারি

116

বাজিস-৪
ভোলা-এসএমই-মেলা
ভোলায় আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু ২২ ফেব্রুয়ারি
ভোলা, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জেলায় সপ্তাহব্যাপি ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০’ আগামি ২২ ফেব্রুয়ারি শুরু হবে।
এসএমই ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান) ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব এবং বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
মেলায় বিভিন্ন দেশীয় পণ্যের ৫০টি স্টল থাকবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, লোকজ খেলাধুলা এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া মেলা উদ্বোধনের দিন একটি বর্ণাঢ্য র‌্যালীরও আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকÿে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতাহার মিয়া।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, মো. শামিম মিয়া ও আকিব ওসমান, বিসিকের উপ-ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এইচএএম/২০০৫/এমকে