বাসস দেশ-৪ : প্রথম আলো সম্পাদকের জামিন

112

বাসস দেশ-৪
মতিউর-জামিন
প্রথম আলো সম্পাদকের জামিন
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় দৈনিক প্রথম আলোর ‘কিশোর আলো (কিআ)’ অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই হাজার টাকা মুচলেখায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
এদিন হাইকোর্টের দেয়া চার সপ্তাহের আগাম জামিন শেষে জামিনের আবেদন করেন প্রথম আলোর সম্পাদক। শুনানি শেষে ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২০ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
এ মামলায় গত ১৬ জানুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবরার। মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
৬ নভেম্বর আবরারের বাবা মো. মুজিবুর রহমান প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
বাসস/আদালত প্রতিবেদক/এসএস/১৩২৭/কেজিএ