বাসস দেশ-২০ : বিশুদ্ধ মিনারেল ওয়াটার উৎপাদনের সক্ষমতাহীন প্রতিষ্ঠানের নাম প্রকাশের সুপারিশ

105

বাসস দেশ-২০
শিল্প-কমিটি-বৈঠক
বিশুদ্ধ মিনারেল ওয়াটার উৎপাদনের সক্ষমতাহীন প্রতিষ্ঠানের নাম প্রকাশের সুপারিশ
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : বিশুদ্ধ মিনারেল ওয়াটার উৎপাদনের সক্ষমতা নেই এমন সব প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ মিডিয়ায় প্রকাশের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ এবং পারভীন হক সিকদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে চায়না মেশিনারিজ এর পরিবর্তে ইউরোপিয়ান মেশিনারিজ ক্রয় এবং সুগার মিল কর্পোরেশনের টেকনিক্যাল পদের নিয়োগ ব্যতিত অন্যান্য সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে কমিটি সুপারিশ করে।
এতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৮২০/জেহক