বাজিস-৪ : নড়াইলে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ

125

বাজিস-৪
নড়াইল-কৃষিযন্ত্র
নড়াইলে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ
নড়াইল, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : খামার যান্ত্রিকীরণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে জেলায় আজ এনএটিপি-২ প্রকল্পের আওতায় সরকারের আর্থিক সহায়তায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।
প্রায় চল্লিশলাখ টাকা ব্যয়ে এসব কৃষি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে।এর মধ্যে সরকারি অনুদান ৭০ভাগ এবং সুবিধাভোগি কৃষকরা দিয়েছেন বাকি ৩০ভাগ টাকা।
আজ রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা এসব কৃষিযন্ত্র বিতরণ করেন।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা অনুজ কুমার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, বিতরণকৃত কৃষিযন্ত্রের মধ্যে রয়েছে- ১৩টি পাওয়ার
টিলার,৭টি পাওয়ার থ্রেসার, ১৪টি শ্যালো মেশিন, ১২টি খড়কাটা মেশিন, ৬টি ফুটপাম্প, ৫টি হ্যান্ড স্প্রেয়ার ও ২টি রিপার মেশিন।
বাসস/সংবাদদাতা/১৮৫০/-এমকে