সম্মেলনের আগে উচ্চ পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে দুই কোরিয়া

377

সিউল, ২৯ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ কর্মকর্তা আন্তঃকোরীয় সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে ডেমিলিটারাইজড জোনে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। চীনে কিম জং উনের আকস্মিক সফরের কয়েকদিন পর তারা এ বৈঠকে বসছেন। এটি তার প্রথম আন্তর্জাতিক সফর।
এদিকে আগামী মাসে কিমের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এরপর উত্তর কোরীয় এই নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগান্তকারীর আলোচনায় বসার কথাও রয়েছে। আগামী মে মাসের গোড়ার দিকে ট্রাম্পের সঙ্গে কিমের এ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিউলের একত্রিকরণ বিষয়ক মন্ত্রী এবং বৃহস্পতিবারের বৈঠকের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা চো মিউং-গিউিন সাংবাদিকদের বলেন, ‘এপ্রিলে আন্তঃকোরীয় সম্মেলনটি সফলভাবে আয়োজন করতে আমরা উত্তর কোরিয়ার সাথে ফলপ্রসূ আলোচনা করবো।’
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসকে কেন্দ্র করে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কের বরফ গলা শুরু হয়।