বাজিস-১ : নাটোরে দিঘাপতিয়া শিশু সদনে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম শুরু

107

বাজিস-১
নাটোর-ভ্রাম্যমাণ লাইব্রেরি
নাটোরে দিঘাপতিয়া শিশু সদনে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম শুরু
নাটোর, ১৬ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলা সদরের দিঘাপতিয়া শিশুসদনে আজ গণগ্রন্থাগার অধিদপ্তরের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসাবে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম রাব্বী শিশু সদনে বসবাসকারী ৩৫ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, শিশু সদনের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন প্রমুখ।
ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা মো. সফিকুল আলম জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন্স্থ গণগ্রন্থাগার অধিদপ্তর দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় দিঘাপতিয়া শিশু সদনে এই কার্যক্রম চালু করেছে। তিনহাজার বইয়ের সমাহারে ভ্রাম্যমাণ এই লাইব্রেরি সপ্তাহে একদিন দিঘাপতিয়া শিশুসদনে দুইঘন্টা অবস্থান করে এর বাসিন্দা সদস্যদের বই প্রদান করবে।
শিশু সদনের সহসভাপতি আব্দুর রাজ্জাক জানান, দিঘাপতিয়া শিশুসদনে অবস্থানকারী ৩৫জন শিক্ষার্থী এ ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য হয়েছে। বিশেষ বিবেচনায় তাদেরকে সদস্য ফি ও রক্ষণাবেক্ষণ চাঁদা প্রদান করতে হবে না। শিশু সদনের শিক্ষার্থীদের পাঠভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমান লাইব্রেরি কর্তৃপক্ষের এই সহযোগিতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাসস/সংবাদদাতা/১৬৫৫/-এমকে