বাসস ক্রীড়া-১১ : স্মিথ,ওয়ার্নরকে অসম্মান না করতে দর্শকদের প্রতি আহবান দ:আফ্রিকা ক্রিকেটের

134

বাসস ক্রীড়া-১১
স্মিথ, ওয়ার্নার- সম্মান
স্মিথ,ওয়ার্নরকে অসম্মান না করতে দর্শকদের প্রতি আহবান দ:আফ্রিকা ক্রিকেটের
জোহানেসবার্গ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০(বাসস): বল টেম্পারিং কেলেঙ্কারীর পর প্রথমবার সফরে আসা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রতি সম্মানজনক আচরণ করতে নিজ দেশের দর্শকদের প্রতি আহবান জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার(সিএসএ) প্রধান। একই সাথে খারাপ ব্যবহারের কারণে বোর্ডকে যেন‘বিব্রতকর’ অবস্থায় পড়তে না হয়।
দুই বছর আগে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কান্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর গত বছর ওয়ানডে বিশ্বকাপে এবং এ্যাশেজ সিরিজে ইংলিশ দর্শকদের কাছ থেকে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে স্মিথ ও ওয়ার্নারকে।
সিমিত ওভারের সিরিজ খেলেতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী শুক্রবার জোহানেসবার্গে টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে অসিরা। সিএসএ অন্তবর্তীকালীন প্রধান জ্যাকস ফল বলেন সিরিজে খারাপ আচরণ করা দর্শকদের মাঠ থেকে বের করে দেয়া হবে।
ফায়ারফক্স মিডিয়াকে ফল বলেন,‘ ্দক্ষিণ আফ্রিকার সমর্থকদের কাছ থেকে আমি প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি এবং ঐগুলো (বিভিন্ন প্লেকার্ড) মাঠে আনবেন না।
‘প্রতিদ্বন্দিতা হবে মাঠে এবং আমাদের এগুলোর প্রয়োজন নেই। ক্রীড়াঙ্গনে এ ধরনের খারাপ আচরণের দরকার নেই। দর্শক আচরণ বিষয়ে আমাদের খুব কঠোর একটা নীতি আছে এবং খারাপ আচরণকারীদের আমরা মাঠ থেকে বের করে দেব। তবে ক্ষতি যা হওয়া ততক্ষনে হয়ে যাবে।’
বাসস/স্বব/১৯২০/এমএইচসি