বাসস ক্রীড়া-১০ : হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি

147

বাসস ক্রীড়া-১০
হ্যান্ডবল-কমিটি
হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের নতুন কমিটি
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট নতুন কায্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। তিন বছরের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ।
আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের ৮ম সাধারণ সভায় ২৫ সদস্য-বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মো: মকবুল হোসেন, মো: জাহাঙ্গীর হোসেন, এস.এম. খালেকুজ্জামান স¦পন ও মো: নাসির উল্লাহ লাবলু। সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে রাশিদা আফজালুন নেসা ও উত্তম সেন গুপ্ত। কোষাধ্যক্ষ ডা. ফারজানা আক্তার ভূঁইয়া লিপি এবং সাংগঠনিক সম্পাদক পারভিন নাছিমা নাহার পুতুল।
বাসস/এমএইচসি/১৯১৫/স্বব