আগামী দুই বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ ম্যানসিটি

152

নিয়ন (সুইজারল্যান্ড), ১৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস/এএফপি): আর্থিক স্বচ্ছতায় গুরুতর অনিয়মের দায়ে ম্যানচেস্টার সিটিকে পরবর্তী দুই মৌসুমের জন্য ইউরোপীয় সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির পক্ষ থেকে শুক্রবার দেয়া এ ঘোষনা অচিরেই ইংলিশ চ্যাম্পিয়নদের উপর কার্যকর হবে বলে উল্লেখ করেছে।
একই সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে সিটিকে। তবে এই শাস্তির বিরুদ্ধে কোর্ট অব অর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপীল করার সুযোগ পাবে ক্লাবটি। শাস্তির প্রতিক্রিয়ায় ক্লাবটি বলেছে,‘ উয়েফার বিচারিক চেম্বারের আজকের এই ঘোষনায় ম্যানচেস্টার সিটি বিষ্মিত হয়নি ,তবে হতাশ হয়েছে। এটি একটি সাধারণ ব্যাপার। মামলাটি শুরু করেছে উয়েফা, পরিচালনা করেছে উয়েফা এবং রায়ও দিয়েছে উয়েফা।
এখন বিচারপুর্ব কার্যক্রম শেষ হয়ে গেছে। যতটা দ্রুত সম্ভব ক্লাবের পক্ষ থেকে একচেটিয়া এই বিচারের বিরুদ্ধে সিএএসে আপীল করা হবে। ’
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল’র প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে পেপ গার্দিওলার সিটি। উয়েফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,‘সিটি তদন্ত কাজে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।’
ইউরোপীয় ফুটবল পরিচালনা পরিষদ জানায়,‘ বিচারিক চেম্বার ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে শৃংখলাজনিত কারণে শাস্তিমুলক ব্যবস্থার অংশ হিসেবে উয়েফার ক্লাব প্রতিযোগিতা থেকে পরবর্তী দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে (২০২০/২১ ও ২০২১/২২ মৌসুম)।
আর্থিক স্বচ্ছতা পলিসি (এফএফপি) ভঙ্গ করার বিষয়ে উয়েফার বিচারিক আদালতের সিদ্ধান্ত প্রদানের বিষয়ে এর আগে সিএএসে আপীল করে ব্যর্থ হয়েছে সিটি। উয়েফার পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে জানায় , ‘আপীলের মাধ্যমে এই নিষেধাজ্ঞা তোলা সম্ভব হবেনা। তবে তারা আবেদন করতে পারবে।’
গত বছর জার্মান ম্যাগাজিন দার স্পিয়েজেলে প্রচারিত ফাঁস হয়ে যাওয়া একটি ইমেইল বার্তার সুত্র ধরে সিটির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছিল উয়েফা।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ আছে। তবে এই রায়ের ফলে পঞ্চম স্থানে থাকা ইংলিশ লীগের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ লাভ করবে। আর গত বছর পঞ্চম অবস্থানে থাকা শেফিল্ড ইউনাইটেড শীর্ষ এই টুর্নামেন্টে উঠে আসবে।
এমন শাস্তি সিটি কোচ গার্দিওলা এবং তাদের শীর্ষ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত মাসে গার্দিওলা বলেছেন যে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল’র লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারাতে ব্যর্থ হলে তিনি ক্লাব থেকে বরখাস্ত হতে পারেন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন,‘ আপনি যদি তাদের হারাতে না পারেন, তাহলে চেয়ারম্যান বা স্পোর্টস ডিরেক্টর এসে বলবেন এটি ভাল হল না। আমরা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা চাই। আমি আপনাকে বরখাস্ত করতে যাচ্ছি। তবে এটি ঘটবে কিনা জানিনা। যদিও অতীতে অনেকবার এমনটিই ঘটেছে। তাই হয়তো ঘটতে পারে।’
এর আগে কাতারি মালিকানাধীন প্যারিস সেন্ট জার্মেইকেও (পিএসজি) জরিমানা করা হয়েছে। একাধিকবার আর্থিক স্বচ্ছতা প্রমানে ব্যর্থ হওয়ায় সাতবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন এসি মিলানকে চলতি মৌসুমের ইউরোপা লীগে নিষিদ্ধ করা হয়েছে ।
লা লীগার সভাপতি জাভিয়ার তেবাস ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় উয়েফার প্রশংসা করে বলেছেন,‘ শেষ পর্যন্ত উয়েফা ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হয়েছে। ফুটবলের ভবিষ্যতের জন্য আর্থিক স্বচ্ছতায় অনিয়ম রোধে শাস্তিমুলক ব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছিল।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ ষোল’র প্রথম লেগের ম্যাচ খেলতে বার্নব্যু সফর করবে সিটি। ১৭ মার্চ ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।