শেখ হাসিনা দেশকে স্বপ্নের দেশে পরিণত করতে এগিয়ে যাচ্ছেন : কৃষিমন্ত্রী

293

টাঙ্গাইল, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই হবে মুজিব বর্ষের অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
আজ বিকালে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মধুপুর উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি অ্যাডভোটেক ইয়াকুব আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ।
আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশের অভূত ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নে বড় বাধা বিরোধী পক্ষ বিএনপি ও জামায়াত। তারা বিগত ২০১৩-১৪ সালের নয় মাস জ্বালাও পোড়াও করে। নিরপরাধ মানুষদের পুড়িয়ে মেরে নির্বাচিত সরকার পতনের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি।
কৃষিমন্ত্রী বলেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রাজনীতির ভাষা ছেড়ে আজ পথ হারিয়ে যে ভাষায় বক্তব্যে দিচ্ছেন তাতে শুধু রাজনীতিবিদ নন, সারাদেশের মানুষও লজ্জিত। আওয়ামী লীগকে ক্ষমতা হতে নামানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই। জনগণ সিদ্ধান্ত নিবেন ক্ষমতায় কাকে বসাবেন আর কাকে নামাবেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, শিক্ষা তখনই প্রকৃত শিক্ষা হয়ে ওঠে যখন তা মানব উন্নয়নে ভূমিকা রাখে এবং যুগোপযোগী হয়ে ওঠে। সমৃদ্ধ ও উন্নত আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। রূপকল্প ২০২১ বা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য জনসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়নের লক্ষ্যে এখন মানসম্মত শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে। শিক্ষক হচ্ছেন সমাজের আলোকিত মানুষ, সমাজের সম্মানিত মানুষ। শিক্ষার্থীদের মধ্যে তাদের আলো ছড়িয়ে দেয়ার আহবান জানান মন্ত্রী।