বাসস ক্রীড়া-৭ : বিহারির সেঞ্চুরির পরও প্রথম দিন অলআউট ভারত

142

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-প্রস্তুতি ম্যাচ
বিহারির সেঞ্চুরির পরও প্রথম দিন অলআউট ভারত
হ্যামিল্টন, ১৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : হনুমা বিহারির সেঞ্চুরির পরও নিউজিল্যান্ড সফরে তিন দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনই অলআউট হলো সফরকারী ভারত। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬৩ রানের অলআউট হয় ভারত। এই ইনিংসে ব্যাট হাতে নামেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
হ্যামিল্টনের সিডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। দুই ওপেনার পৃথ্বী শ শুন্য ও মায়াঙ্কা আগারওয়াল ১ রান করে ফিরেন। চার নম্বরে নামা সুবমান গিলও রানের খাতা খুলতে পারেননি। ১৮ রান করে বিদায় নেন আজিঙ্কা রাহানে। ফলে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এ অবস্থায় দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও বিহারি। পঞ্চম উইকেটে ১৯৫ রানের জুটি গড়েন তারা। পূজারা ৯৩ রানে থামলেও, ১০১ রানে আহত অবসর নেন বিহারি।
এরপর ঋসভ পান্থ ৭, ঋদ্ধিমান সাহা-রবীচন্দ্রন অশ্বিন ০ রান করে ফিরেন। ফলে ৭৮ দশমিক ৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের স্কট কুজেলিজান ও ইশ সোধি ৩টি করে উইকেট নেন।
একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে ২১ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।
বাসস/এএমটি/১৮৪০/স্বব