জয় নিয়ে স্প্যানিশ কাপ ফাইনালের আরো কাছে রিয়াল সোসিয়েদাদ

227

মাদ্রিদ, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস/এএফপি): কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে দ্বিতীয় বিভাগের ক্লাব মিরান্দেসকে হারিয়ে ফাইনালের আরো কাছে পৌঁছে গেল রিয়াল সোসিয়েদাদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে সোসিয়েদাদ। এই জয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সম্ভাব্য ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল তারা।
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেয়া সোসিয়েদাদ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ চারে জায়গা করে নেয়া দ্বিতীয় বিভাগের দলটি নিজেদের মাঠের সুবিধাকে এ সময় কাজে লাগাতে ব্যর্থ হয়।
ম্যাচের নবম মিনিটে ওদেই ওনাইনডিয়ার ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে লীড এনে দেন অধিনায়ক মিকেল ওয়ারজাবাল (১-০)। তবে ম্যাচের ৪০ মিনিটে গোলটি পরিশোধ করে স্বাগতিকদের সমতায় ফিরিয়ে আনেন ম্যাথেয়াস আইয়াস (১-১)। তবে দুই মিনিট পরেই ফের গোল করে ফের দলকে এগিয়ে দেন করেন নরওয়েজিয়ান তারকা মার্টিন ওডেগার্ড (২-১)।
একদিন আগে টুর্নামেন্টের আরেক সেমি-ফাইনালের প্রথম লেগে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়েছে অ্যাথলেটিক বিলবাও। বিজয়ী দলের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন অধিনায়ক ইকার মুনিয়া।