বাসস ক্রীড়া-৯ : সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন ভার্সালিকো

201

বাসস ক্রীড়া-৯
ফুটবল-সিমে ভার্সালিকো
সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন ভার্সালিকো
মস্কো, ১০ জুলাই ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ঐ ম্যাচে খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে ভার্সালিকো। ইনজুরির কারণে ছিটকে গেলে তিনি। এমনটাই জানিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জøাটকো ডেলিচ। তিনি বলেন, ‘ভার্সালিকো ছিটকে পড়াটা অনেক বড় ধাক্কা আমাদের জন্য। তবে আমাদের রিজার্ভ বেঞ্চ ভালো। কিন্তু সেমিফাইনাল ম্যাচে ভার্সালিকোর অভিজ্ঞতা আমরা মিস করবো।’
কোয়ার্টারফাইনালে রাশিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন ভার্সালিকো। ফলে ম্যাচের ৯৭ মিনিটে তাকে উঠিয়ে নিতে বাধ্য হন ক্রোয়েশিয়ার কোচ ডেলিচ। প্রাথমিকভাবে তার চোট বড় আকার না হওয়ায়, তাকে খেলানোর পরিকল্পনায় ছিলো দল।
কিন্তু হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ায় সেমির ম্যাচের আগে অনুশীলন করতে পারেননি ভার্সালিকো। ফলে সেমির ম্যাচে তাকে না পাবার কথা জানিয়ে দেয় ক্রোয়েশিয়া মেডিকেল টিম।
ভার্সালিকোর পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকে রক্ষণভাগ সামলাবেন ভেড্রান কোরলুকা।
বাসস/এএমটি/১৭৫০/মোজা/স্বব