বাসস দেশ-২৪ : সাবেক সচিব লুৎফুল্লাহিল মজিদের ইন্তেকাল

262

বাসস দেশ-২৪
সচিব-ইন্তেকাল
সাবেক সচিব লুৎফুল্লাহিল মজিদের ইন্তেকাল
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : সাবেক সচিব লুৎফুল্লাহিল মজিদ আজ ভোর পাঁচটা ১০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জোহর নামাজের পর মরহুমের জানাজা গুলশান সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস এবং তার স্ত্রী পুত্র কন্যাসহ তার অনেক সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্বীয়স্বজন উপস্থিত ছিলেন। জানাজায় পরে তাঁকে মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়।
গত ২০ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও লুৎফুল্লাহিল মজিদ তার জীবনের শেষ সময়ে দেশের প্রত্যন্ত এলাকায় কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা অনির্বাণ বাংলাদেশ নামে একটা বেসরকারি উন্নয়ন সংন্থা প্রতিষ্ঠা করেন।
লুৎফুল্লাহিল মজিদের চেষ্টায় দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের নুরুল হুদা হাই স্কুলের অবকাঠামো উন্নয়ন, খোলাহাটি কলেজের লাইব্রেরি বিল্ডিং প্রতিষ্ঠা এবং প্রফেসর আব্দুল বারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
বাসস/আরআই/২০৩৮/এইচএন