বাসস সংসদ-৭ : সংসদে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন

154

বাসস সংসদ-৭
বিল-সার
সংসদে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ১০ জুলাই, ২০১৮(বাসস) : বিদ্যমান আইনের কতিপয় ধারা সংশোধন ও সংযোজন করার প্রস্তাব করে আজ সংসদে সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের ধারা ২ এর দফা ২ এ উল্লেখিত এক বা একাধিক উপাদান শব্দগুলোর পরিবর্তে এক বা একাধিক পুষ্টি উপাদান শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। বিলে একই ধারার দফা ২০ এ উল্লেখিত মিশ্র সার বা মিক্সড ফার্টিলাইজার শব্দগুলোর পরিবর্তে মিশ্র সুষম সার বা মিক্সড ব্যালেন্সড ফার্টিলাইজার শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়।
বিলে বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সংশোধন করে বিশেষ করে নতুন উদ্ভাবিত সার বা সার জাতীয় দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এবং এর নিবন্ধন ছাড়া সার উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন বা বিক্রয়ের জন্য দন্ড ও শাস্তির মেয়াদ পুনঃনির্ধারণ করার বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে মিথ্যা মামলা দায়েরের জন্য শাস্তি বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৬০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দেয়ার জন্য বিলটি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বাসস/এমআর/১৭২৫/বেউ/-আসচৌ