পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ব্যবস্থা নেয়া হয়েছে : সেতুমন্ত্রী

261

সংসদ ভবন, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে লক্কর-ঝক্কর মোটরযান যাতে রাস্তায় চলাচল করতে না পারে সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গাড়ির ফিটনেস সার্টিফিকেট ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে। এ লক্ষ্যে চারটি বিভাগীয় শহরে ৫টি মোটরযান পরিদর্শন কেন্দ্র (ভিআইসি) স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ২টি, চট্টগ্রামে ১টি, রাজশাহীতে ১টি ও খুলনায় ১টি ভিআইসি স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে মিরপুরে ভিআইসি’র কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, বিআরটিএ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরের ২০১৮ সালের মে পর্যন্ত ৯ হাজার ১৪৮টি মামলার মাধ্যমে ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৫৩০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিভিন্ন মেয়াদে ১৪৬ জনকে কারাদন্ড এবং ৫২টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।