বাসস বিদেশ-৫ : হুবেই থেকে শীর্ষ রাজনীতিককে অপসারণ চীনের

120

বাসস বিদেশ-৫
চীন-রাজনীতি
হুবেই থেকে শীর্ষ রাজনীতিককে অপসারণ চীনের
বেইজিং, ১৩ ফেব্রুয়ারি, ২০২০(বাসস ডেস্ক) : চীনের ভাইরাস আক্রান্ত হুবেই প্রদেশের শীর্ষ রাজনৈতিক নেতাকে বরখাস্ত করা হয়েছে। এই প্রদেশ থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া খবরে এ কথা বলা হয়।
বিস্তারিত উল্লেখ না করে সিনহুয়ার খবরে বলা হয়েছে, সাংহাইয়ের মেয়র ইং ইউং হুবেই প্রদেশের পার্টি সেক্রেটারি জিয়াং চাওলিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে সোমবার হুবেই’র সিনিয়র দুই স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে সৃষ্ট সংকট স্থানীয় কর্মকর্তাদের মোকাবেলার ধরন নিয়ে জোর সমালোচনার প্রেক্ষাপটে তাদের বরখাস্ত করা হয়।
এদিকে চীনে দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার প্রায় ৬০ হাজারে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে হুবেই প্রদেশের রাজধানী উহানের সী ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে।
বাসস/জুনা/১৭০০/-কেএমকে