২০৩০ সাল পর্যন্ত আলিয়াঁজ স্টেডিয়ামের নামকরণ চুক্তি বাড়িয়েছে জুভেন্টাস

168

মিলান, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জার্মান ইন্স্যুরেন্স গ্রুপ আলিয়াঁজের সাথে ২০৩০ সাল পর্যন্ত তুরিনের স্টেডিয়ামটি নামকরণ চুক্তি নবায়ন করেছে জুভেন্টাস। বুধবার এক বিবৃতিতে এই সংক্রান্ত ঘোষনা দিয়েছে ক্লাবটি।
২০১৭ সালে স্বাক্ষরকৃত বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত।
২০১১ সালে ৪১ হাজার ধারণক্ষমতা এই স্টেডিয়ামের নতুন করে যাত্রা শুরু হয়। এর আগে স্পোর্টফাইভ এজেন্সির সাথে ২০০৮ সালে জুভেন্টাসের একটি চুক্তি হয়েছিল। পরবর্তীতে ১২ বছরের জন্য আলিয়াঁজ গ্রুপের সাথে যে চুক্তি হয় তার পরিমান ছিল ৭৫ মিলিয়ন ইউরো। বিবৃতিতে বলা হয়েছে নতুন চুক্তি অনুযায়ী এর পরিমান বেড়ে দাঁড়িয়েছে ১০৩.১ মিলিয়ন ইউরো। নতুন চুক্তিতে স্টেডিয়ামের নামকরণ স্বত্ত ছাড়াও পুরুষ দলের ট্রেনিং কিটের সাথে নারী দলের কিছু বিষয়ের পৃষ্ঠপোষকতায়ও তারা জড়িত থাকবে।