বাসস দেশ-২৬ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা

410

বাসস দেশ-২৬
ছবি ভাঙচুর-মামলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা
চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি ২০২০(বাসস): চট্টগ্রামের সীতাকুন্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে দুই জামায়াত নেতা ও একই বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম ও আহসান উল্লাহ এবং জামায়াতপন্থী চার শিক্ষক মাহবুব রহমান, কাউসার আহমেদ, মোহাম্মদ শফিউল আলম ও নিজাম উদ্দিনকে।
মামলায় অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ-বিধির ১৪৩, ১৪৭ ও ১৪৮ ধারা এবং ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
যুবলীগ নেতা কামাল উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি রাতে এ মামলা করেন।
মামলায় বাদি উল্লেখ করেছেন, সীতাকুন্ড ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয়ে গত ২৯ জানুয়ারি সকালে জামায়াত-শিবিরের ক্যাডাররা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছবি ভাঙচুরের কারণ জানতে চাইলে তারা তাকে প্রাণণাশের হুমকি দেয়।
বাসস/কেএস/এমএমবি/২০৪৮/-আসাচৌ