বাসস সংসদ-৪ : সংসদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিলের রিপোর্ট উপস্থাপন

133

বাসস সংসদ-৪
বিল-রিপোর্ট
সংসদে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিলের রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮ এর ওপর কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি মকবুল হোসেন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদন বৃদ্ধি করতে সার, সেচ, যন্ত্রপাতিসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ১৯ জুন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন।
বিলে কর্পোরেশন পরিচালনা প্রশাসনের দায়িত্ব পালনের জন্য ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়।
বিলে পর্ষদের সভা, পরিচালক নিয়োগ, কর্পোরেশনের কার্যাবলী ও ক্ষমতা, সাধারণ ও ভূমি ব্যবহারের ক্ষমতা, যোগাযোগ উন্নয়ন বিষয়ক ক্ষমতা, ভূমি জরিপ এবং এর ব্যয় নির্বাহের ক্ষমতা,সরকার কর্তৃক অর্পিত ক্ষমতা ও কার্যাবলী, ফি বা চার্জ ধার্য ও আদায়সহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
এছাড়া বিলে কর্পোরেশনের কার্যক্রমের পরিকল্পনা, কর্মসূচি, প্রকল্প প্রণয়ন, সহায়ক সংগঠন, ভূমি অধিগ্রহণ, সংস্থার তহবিল, বাজেটসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে উল্লেখিত বিধান লংঘনজনিত অপরাধের জন্য সুনির্দিষ্ট দন্ড প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।
বাসস/এমআর/১৭১০/বেউ/-আসচৌ