বাসস দেশ-২৩ : ধান সংগ্রহে কৃষকদের হয়রানি না করতে খাদ্যমন্ত্রীর আহবান

210

বাসস দেশ-২৩
খাদ্যমন্ত্রী-কৃষক-হয়রানি
ধান সংগ্রহে কৃষকদের হয়রানি না করতে খাদ্যমন্ত্রীর আহবান
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কৃষকদের হয়রানি না করার আহবান জানিয়ে বলেছেন, প্রথমবারের মতো আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করছে সরকার। যাতে তারা ধান উৎপাদনে উৎসাহী হয়।
আজ বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অভ্যন্তরীণ আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ আহবান জানান।
তিনি বলেন,আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব উপজেলায় মোবাইল অ্যাপস চালু করা হবে।এ ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
বিভাগীয় কমিশনার মো.ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানমসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
এর আগে মন্ত্রী পটুয়াখালীর দুমকি উপজেলায় নবনির্মিত দুমকি খাদ্যগুদাম উদ্বোধন করেন।
বাসস/তবি/এসএস/১৯৪১/কেএআর