বাসস দেশ-১৯ : ২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন জাতীয়ভাবে মূল্যায়নের জন্য রিট দায়ের

112

বাসস দেশ-১৯
হাইকোর্ট-রিট
২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন জাতীয়ভাবে মূল্যায়নের জন্য রিট দায়ের
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা অক্ষুন্ন রেখে ২১ ফেব্রুয়ারির পাশাপাশি ৮ ফাল্গুন জাতীয়ভাবে যথাযথ মূল্যায়ন করার জন্য হাইকোর্টে আজ একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে বাসস-কে জানান রিটের পক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের ঘটনা বিশ্বে আর নেই। যা আমাদের রয়েছে। আত্মত্যাগের ওই দিনটি যথাযোগ্য মর্যাদায় শুরু থেকেই পালিত হচ্ছে। পরবর্তীতে ওই দিনটি (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপি পালিত হচ্ছে।
তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যে আত্মত্যাগ তার প্রতি যথাযথ সম্মান জানাতে ৮ ফাল্গুন জাতীয়ভাবে পালন করার জন্য দিবস হিসেবে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।
রিটে মন্ত্রী পরিষদ সচিবকে রেসপনডেন্ট করা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৯২৮/কেএমকে