বাসস ক্রীড়া-১১ : কাল শুরু হচ্ছে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট

103

বাসস ক্রীড়া-১১
হকি-শহীদ স্মৃতি
কাল শুরু হচ্ছে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট
ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : আগামীকাল মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে শহীদ স্মৃতি হকি টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এই টুর্নামেন্টে চারটি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় প্রথম ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীর মোকাবেলা করবে বাংলাদেশ সেনা বাহিনী। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের মোকাবেলা করবে বাংলাদেশ নৌ বাহিনী।
টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ হকি ফেডারেশনের কনফারেন্সরুমে অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফেডরেশনের সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দিপু, ফেডারেশনের নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ ও শহিদুল্লাহ টিটু এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/এমএইচসি/অনু/১৮৫০/স্বব