বাজিস-১০ : ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

104

বাজিস-১০
ঝিনাইদহ- সার ও বীজ
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রনোদনা হিসাবে জেলায় আজ একহাজার তিনশজন কৃষকের মাঝে বিনামুল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ- এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন-জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।
আলোচনাসভা শেষে প্রনোদনা হিসাবে সদর উপজেলার একহাজার ৭০ জন কৃষকের মাঝে মুগবীজ ও রাসায়নিক সার এবং দু’শ ৫৫ জন কৃষকের মাঝে তীল বীজ ও সার বিতরণ হয়।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/-এমকে