রাসিক নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর প্রচারণা তুঙ্গে

190

রাজশাহী, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : আগামী ৩০ জুলাই আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মোট ২১৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
নির্বাচনে ৫ জন মেয়র, ১৬০ কাউন্সেলর ও ৫২ জন সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোমবার ছিল মনোনয়ন প্রতাহারের শেষ দিন। নির্বাচনী কর্মকর্তারা দুপুরে প্রার্থী তালিকা প্রকাশ করেন।
অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার আতিয়ার রহমান বলেন, ৬ জন মেয়র পদপ্রার্থীসহ ২২৬টি মনোনয়নপত্রের বৈধতার ঘোষণা দেয়া হয়।
এদের মধ্যে, জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ওয়াশিউর রহমান দোলন ও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে আট জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।
মেয়র পদপ্রার্থীরা হচ্ছেন, এএইচএম খায়রুজ্জামান লিটন (আ. লীগ), মুসাদ্দেক হোসেন বুলবুল(বিএনপি), হাবিবুর রহমান (বাংলাদেশ জাতীয় পার্টি), শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও এডভোকেট মুরাদ মোর্শেদ (স্বতন্ত্র)।
আতিয়ার রহমান বলেন, আসন্ন নির্বাচনে ১, ৬২,০৫৩ নারী ভোটারসহ ৩,১৮,১৩৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ১৩৮ টি কেন্দ্রে একজন মেয়র, ৩০ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ১০ টি আসনে নির্বাচীত করা হবে।
তিনি বলেন, আজ প্রার্থীরা তাদের প্রতীকটি পাওয়ার পর থেকে পুরো উদ্যোমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছে।
রহমান আরো জানান, আসন্ন ৩০ জুলাই নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সফল ভাবে সম্পন্ন হয় তার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।