বাসস দেশ-৬ : শরিয়ত বয়াতির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

103

বাসস দেশ-৬
হাইকোর্ট-আদেশ
শরিয়ত বয়াতির জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : বাউল গানের অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার শরিয়ত বয়াতিকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শরিয়ত বয়াতির জামিনের আবেদন শুনানির পর বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরা হক মনি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ।
বাসস/এএসজি/ডিএ/১৫৪০/-কেজিএ