মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে : র‌্যাব ডিজি

260

বগুড়া, ১১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজির আহম্মেদ মাদক ও সন্ত্রাস নির্মূল করতে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার বগুড়া সরকারী আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত মাদক বিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
র‌্যাব ডিজি বলেন, মাদক ব্যবসায়ি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবেই। মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে। এসব অপরাধীদের যেখানে পাওয়া যাবে সেখানেই নিশ্চিহ্ন করা হবে। তাদের স্থান এদেশে হবে না।
তিনি বলেন, ‘মাদকের সাথে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আপনার, সকলের। মাদক নির্মূল যুদ্ধে আমরা বিজয়ী হবো।’
তিনি বলেন, এদেশ এক সময় পিছিয়ে থাকলেও বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিশে^ আমরা এখন উন্নয়নের রোল মডেল। আগামীতে উন্নত দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মকেই দিতে হবে।
র‌্যাব -১২ এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার, র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া ও সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী।
মাদক বিরোধী সাইকেল র‌্যালিটি শহরের ফুলবাড়ীস্থ আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সূত্রাপুরস্থ সেন্ট্রাল হাই স্কুল ক্যাম্পাসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।
এদিকে একই দিন বিকালে র‌্যাব ডিজি বগুড়া পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় র‌্যাব ডিজি জঙ্গি তৎপরতা বন্ধে আলেমদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে। সেই দিকে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের বড় বাধা হলো মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস। যুব সমাজ মাদকাসক্ত হলে দেশ ধংস হয়ে যাবে।