বাজিস-১২ : শেরপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার

105

বাজিস-১২
শেরপুর- সেমিনার
শেরপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার
শেরপুর, ১১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় আজ ‘জেনে, বুঝে বিদেশ যাই- অর্থ, সম্মান দুটোই পাই’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি সচিব খাঁন শাহানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সেমিনারে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. শামছুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেরাজউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হামিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার পীকন কুমার সাহা, সিনিয়র মৎস্য অফিসার দেবযানী ভৌমিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শবনম মুস্তারী, সমবায় অফিসার মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে জানানো হয়, বর্তমান সরকারের আমলে বিগত দশবছরে ৬৬ লাখ ৩৩ হাজার ২৫৪ জন কর্মির বিদেশে কর্মসংস্থান হয়েছে, যা এখন পর্যন্ত মোট কর্মসংস্থানের প্রায় ৬০ শতাংশ। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে এবং অধিকার নিশ্চিতকরন, স্বার্থ-সংরক্ষণসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় বক্তারা বেকার যুবক-যুবতিদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিক হয়ে বৈধভাবে শ্রমবাজারে প্রবেশের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সুরুজ, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন্নাহার, চরমোচারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান, বলাইয়েরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, কামারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. বারী চাঁন, বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯১০/এমকে