বাজিস-১১ : হবিগঞ্জে ‘নাগরিক সনদের মাধ্যমে সরকারী সেবার মান উন্নয়ন’ শীর্ষক কর্মশালা

112

বাজিস-১১
হবিগঞ্জ-নাগরিক সনদ
হবিগঞ্জে ‘নাগরিক সনদের মাধ্যমে সরকারী সেবার মান উন্নয়ন’ শীর্ষক কর্মশালা
হবিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় আজ ‘নাগরিক সনদের মাধ্যমে সরকারী সেবার মান উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
প্রধান অতিথি হিসাবে কর্মশালা উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কও, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
কর্মশালায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৯০৫/এমকে