বাসস ক্রীড়া-১১ : আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

110

বাসস ক্রীড়া-১১
হকি- আন্তঃবিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স-আপ হয়েছে। প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
¬¬¬¬ঢাকা বিশ্ববিদ্যালয় হকি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ এই শ্লোগানকে ধারণ করে গত ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠে শুরু হয় এ প্রতিযোগিতা।
বাসস/এমএইচসি/ সবি/১৮৪০/স্বব