বাসস দেশ-২১ : সাংবাদিক সুমন হামলার ঘটনায় ৪ আসামি কারাগারে

101

বাসস দেশ-২১
সাংবাদিক হামলা- জেল
সাংবাদিক সুমন হামলার ঘটনায় ৪ আসামি কারাগারে
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : সাংবাদিক সুমন হামলার ঘটনায় ৪ আসামিকে আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এ ৪ আমামিকে গ্রেফতার করা হয়।
এক দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়াা পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের আইনজীবী তাদের জামিন চেয়ে আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে রোববার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন- আলাউদ্দিন (২৬), মাসুদ মিয়া (২০), রাসেল হোসেন (৩৫) ও অপু মিয়া (২৪)। তাদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় আঘাত লাগে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এরআগে বুধবার এ ঘটনায় ইসমাইল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১০/কেকে