বাসস বিদেশ-৭ : আফগানিস্তানে তালেবান হামলায় জেলা পুলিশ প্রধানসহ ৪ জন নিহত

142

বাসস বিদেশ-৭
আফগানিস্তান-তালেবান
আফগানিস্তানে তালেবান হামলায় জেলা পুলিশ প্রধানসহ ৪ জন নিহত
গজনী (আফগানিস্তান), ১০ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের খোগিয়ানি জেলায় মঙ্গলবার তালেবানের এক হামলায় জেলা পুলিশ প্রধানসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র আরিফ নুরি সিনহুয়াকে বলেন, ‘মঙ্গলবার ব্যস্ত সময় চলাকালে পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের খোগিয়ানি জেলা সদরদপ্তরে তালেবান জঙ্গিদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে জেলা পুলিশ প্রধানও রয়েছে।’
তিনি আরো জানান, সেখানে সংঘর্ষে নয় জঙ্গিও নিহত হয়। বাকি জঙ্গিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
বাসস/এমএজেড/৪৩০/জুনা