বাসস দেশ-৭ : বিচারপতি আবু আহমেদ জমাদার আইসিটি’র সদস্য নিযুুক্ত

156

বাসস দেশ-৭
আইসিটি-সদস্য
বিচারপতি আবু আহমেদ জমাদার আইসিটি’র সদস্য নিযুুক্ত
ঢাকা, ১০ জুলাই, ২০১৮ (বাসস) : হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয় বলে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে ।
সম্প্রতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ লাভের আগে বিচারপতি জমাদার আইসিটি’র একই পদে দায়িত্ব পালন করছিলেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাসস/তবি/এমএআর/১৬৩৫/-শহক