বাসস দেশ-১৩ : রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

99

বাসস দেশ-১৩
আটক-উদ্ধার
রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসা থেকে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারিফ হোসেন (৩৩)।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুবজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাশেদ হাসান বাসস’কে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারিফ হোসেনসহ তার সহযোগীরা কৌশলে পালানো চেষ্টা করলে পুলিশ অস্ত্র-গুলিসহ তাদের গ্রেফতার করে। ধৃত তারিফ খিলগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় নতুন করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এসএস/১৬৫৫/কেএআর