বাজিস-১২ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে সাতক্ষীরায় বইমেলা ও আবৃত্তি উৎসব

229

বাজিস-১২
সাতক্ষীরা-মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে সাতক্ষীরায় বইমেলা ও আবৃত্তি উৎসব
সাতক্ষীরা, ১০ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় আগামি ৭ থেকে ১৭মার্চ বইমেলা অনুষ্ঠিত হবে।
শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন আয়োজিত এ বই মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও বইমেলা চলাকালীন সুবিধামত সময়ে ‘চেতনায় মুজিব, হৃদয়ে বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী আবৃত্তি উৎসবের আয়োজন করা হবে।
আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় একথা জানানো হয়।
সভায় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে আগামি ৭ থেকে ১৭ মার্চ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে। বইমেলা চলাকালীন সুবিধামত সময়ে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসবের সময়ে আয়োজন করা হবে। এ উৎসবে খুলনা বিভাগের সকল জেলা, রাজধানী ঢাকা ও প্রতিবেশি রাষ্ট্র ভারতের আবৃত্তি শিল্পীরা অংশ নিবেন।
বাসস/সংবাদদাতা/২১২২/এমকে