বাসস দেশ-১৬ : ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন পত্র কিনলেন ২০ জন

135

বাসস দেশ-১৬
আওয়ামী লীগ-উপনির্বাচন-ফরম বিক্রি
৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন পত্র কিনলেন ২০ জন
ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় সংসদের ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬ ও গাইবান্ধা-৩ এই ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র বিক্রি অব্যাহত রয়েছে।
রাজধনীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে আজ সোমবার পর্যন্ত ২০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গত শনিবার থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়। পাশাপাশি পূরণকৃত মনোনয়ন পত্র জমা নেয়া হচ্ছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ ও জমা নেয়া হবে। পরের দিন ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে।
সংসদ সদস্য পদে মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ হাজার টাকা
এদিকে আজ সোমবার থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন পত্র বিতরণও শুরু হয়েছে।
মেয়র পদে ৪ জন এবং কাউন্সিলর পদে ৯৪ জন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়ন পত্রের মুল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। আর কাউন্সিলর পদের প্রতিটি মনোনয়ন পত্রের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা
বাসস/বিএন/জেডআরএম/১৮৫০/-আসাচৌ