বাজিস-১০ : ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত

115

বাজিস-১০
ভোলা- দুর্ঘটনা
ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় পথচারি নিহত
ভোলা, ১০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জেলার ভোলা-চরফ্যাসন সড়কে আজ পন্যবাহি ট্রলির চাপায় মো. আলাউদ্দিন (৪০) নামের এক পথচারি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর দুইটার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন মানিকারহাট বাজারের একটি হোটেল চাকুরি করতেন। তিনি ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হন্নী গ্রামের মৃত সুজন আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলাউদ্দিন পায়ে হেঁটে নিজের বাসায় যাচ্ছিলেন।এসময় ভোলা সদর থেকে বোরহানউদ্দিনগামি একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা আলাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রলি চাপায় পথচারি নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।
বাসস/এইচএএম/১৮১৮/এমকে