বাজিস-৮ : নওগাঁয় শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

110

বাজিস-৮
নওগাঁ- কর্মশালা
নওগাঁয় শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ, ১০ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জেলায় আজ বেসরকারি উন্নয়ন সংগঠন আশা’র উদ্যোগে শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নওগাঁ শহরবাইপাস সড়ক সংলগ্ন পালকি কনভেনশন সেন্টার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ওয়াসিমুল বারী ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াসিউর রহমান উপস্থিত ছিলেন।
জেলার কর্মরত ৬৯৫ জন শিক্ষা সেবিকা এ সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহন করেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৯/এমকে