বাসস দেশ-১৩ : লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন

102

বাসস দেশ-১৩
মামলা-রায়
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন
লক্ষ্মীপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : লক্ষ্মীপুরে দর্ষণ মামলায় আবদুর রহিম নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
রায়ে সাজাপ্রাপ্ত যুবককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এছাড়া রায়ে হেলাল নামের অপর আসামিকে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অনাদায়ে আসামিদের আরও এক মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়।
সোমবার লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষনা করেন।
লক্ষ্মীপুর আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পলাতক। অপর আসামিকে কারাগারে পাঠানো হয়।
২০১৪ সালের ১০ অক্টোবর জেলার কমলনগর হাজিরহাট এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে মেঘনা সিনেমা হলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরদিন কিশোরীর ভাই বাদি হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
তদন্ত ও স্বাক্ষ্য প্রমান শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭২৬/কেকে