বাসস দেশ-১২ : রাজধানীতে আনসার আল-ইসলামের ৫ সদস্য গ্রেফতার

125

বাসস দেশ-১২
পুলিশ-গ্রেফতার
রাজধানীতে আনসার আল-ইসলামের ৫ সদস্য গ্রেফতার
ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) বিভাগ।
তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ রায়হান ভুইয়া, মোঃ হানিফ উদ্দিন সুমন, শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ ও মুফতি মুসলিম উদ্দিন ওরফে মুসলিম।
রোববার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ থানার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ এসব তথ্য জানান।
সিটিটিসি বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইলিয়াছ শরীফ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ড সম্পাদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এসে একত্রিত হন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ ও অন্যান্য অনলাইনে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন।
তিনি বলেন, সম্প্রতি আনসার আল-ইসলামের নেতা আবু কায়সার ওরফে রনি’র নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইলিয়াছ শরীফ জানান, এ সংগঠনের নেতা নাজমুল ওরফে উসমান গনি ওরফে আবু আইয়ুব আল আনসারী ইতোপূর্বে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান’কে হত্যার পরিকল্পনা করেন। তিনি কুয়েতে থাকাকালীন সময়ে টেলিগ্রামের মাধ্যমে ‘এসো কাফেলা বদ্ধ হই’ গ্রুপের মাধ্যমে এই হত্যা প্রচেষ্টার পরিকল্পনায় নেতৃত্ব দেন।
গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭০৮/কেকে