বাসস ক্রীড়া-১৩ : সমতায় শেষ করলো ইংল্যান্ড

110

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ওয়ানডে
সমতায় শেষ করলো ইংল্যান্ড
জোহানেসবার্গ, ১০ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো ইংলিশরা। প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়টি বৃষ্টিতে পত্যিক্ত হয়।
গতরাতে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৬ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে করেন অধিনায়ক কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। ৮১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ডি কক ও ৪টি করে চার-ছক্কায় ৫৩ বলে নিজের ইনিংসটি সাজান মিলার। ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ ৩ উইকেট নেন।
জবাবে ৪০ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় ইংল্যান্ড। ১৬ বলে অপরাজিত ১৭ রান করে দলের জয় নিশ্চিত করেন মঈন আলি। তবে জয়ের ভিতটা গড়ে দিয়েছেন জো ডেনলি, জো রুট ও জনি বেয়ারস্টো। ডেনলি ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬, রুট ৪৯ ও বেয়ারস্টো ৪৩ রান করেন। ৩টি করে উইকেট নিয়েও ইংল্যান্ডের কাছে হার রুখতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই পেসার লুঙ্গি এনগিডি ও রেজা হেনড্রিকস।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ইস্ট লন্ডনে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বাসস/এএমটি/১৭০৫/স্বব