বাজিস-৭ : নড়াইলে সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক কর্মশালা

112

বাজিস-৭
নড়াইল- সাংবাদিক কর্মশালা
নড়াইলে সাংবাদিকতার নীতিমালা ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক কর্মশালা
নড়াইল, ১০ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় আজ সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নড়াইল সার্কিট হাউসের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালা সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম এবং প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ।
কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯, সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
জেলা তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৬৩৮/এমকে